দোয়া চাইলেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১২:০০
শেয়ার :
দোয়া চাইলেন ডিপজল

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে হঠাৎ করেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম মনোয়ার। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল।

বাবার জন্য দোয়া চেয়ে ফাহিম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আব্বু বাম চোখের সমস্যায় ভুগছেন। ইতিমধ্যে চিকিৎসার জন্য তিনি ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া গিয়েছিলেন। চিকিৎসা করলেও এখনো পুরোপুরি সেরে উঠেনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। হঠাৎ শরীর খারাপ করায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। অনেক বয়স হয়েছে তাই আব্বুর শরীর এই ভালো, এই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এই অভিনেতা। চোখের সমস্যা এবং শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে এই অভিনেতা দেশের বাইরে অবস্থান করছেন।

এদিকে, ডিপজল প্রযোজিত ও অভিনীত বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

আমাদের সময়/ এসএ