দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১১:২০
শেয়ার :
দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সেই ধারাবাহিকতায় আজ শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টা ১ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৭৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪২৯ এবং তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ২৬০।

এর পর ২০৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা এবং চীনের ইউয়ান ১৬৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

এ ছাড়া ষষ্ঠ স্থানে কুয়েতের কুয়েত সিটি (১৬৭ স্কোর), সপ্তম স্থানে পাকিস্তানের আরেক শহর করাচি (স্কোর ১৬২), ১৬০ স্কোর নিয়ে কারাতের দোহা অষ্টম স্থানে এবং নবম স্থানে রয়েছে বাহরাইনের মানামা, স্কোর ১৫৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আমাদের সময়/এএস