মেঘনা নদী থেকে ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৫
শেয়ার :
মেঘনা নদী থেকে ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে ইউনুস (৩২) নামে এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা ফুড অ্যান্ড ভেভারেজ কোম্পানির পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত ইউনুস বরিশালের বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেঘনা নদীতে ডুবে যায়। ড্রেজারে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন পানিতে ডুবে মারা যান।

আমাদের সময়/আরআর