দাম কমল স্বর্ণের

অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ২২:৩৬
শেয়ার :
দাম কমল স্বর্ণের

দেশের বাজারে দাম কমেছে স্বর্ণের। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।রোববার (১৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানায় সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২০২ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৫৬ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮০২ টাকা কমিয়ে  নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানো হয়। আর বুধবার (১২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৪ হাজার ১৮৮ টাকা।

আমাদের সময়/জেআই