জনগণ ও ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে বিএনপি: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি জনগণ ও ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। রাজনীতিবিদেরা পছন্দ করে, তাদের কাছে সকলে আসুক। কিন্তু না, বিএনপি তা করবে না। আমরা তাদের কাছে ছুটে যাব।’শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আমরা আর মেগা প্রজেক্টে যাব না। আপনাদের ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। নিজ এলাকায় বসে কাজ করতে পারবেন। আমরা ওয়াদা করেছি, ১৮ মাসে এক কোটি মানুষের চাকরি দেওয়া হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুর হক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ ব্যবসায়ী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমাদের সময়/জেএইচ
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?