ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ২০:৩৪
শেয়ার :
ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির পিওএম-উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে; ডিএমপির ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) অতিরিক্ত উপকমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে; ডিএমপির (ট্রাফিক) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার পরিত্রাণ তালুকদারকে (ট্রাফিক) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 এ ছাড়া ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. বকুল হোসেনকে ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে; ডিএমপির (ট্রাফিক) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইমরানুল ইসলামকে (ট্রাফিক) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিকের দপ্তরের (ট্রাফিক-অ্যাডমিন) অতিরিক্ত উপকমিশনার শারমিন আকতার চুমকিকে (পিওএম) পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আমাদের সময়/জেআই