ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৭ জন, ঢাকা বিভাগে ১০৭ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ময়মনসিহং বিভাগে ৬০ জন ও সিলেট বিভাগে ২ জন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
আমাদের সময়/জেএইচ
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?