স্থগিত নয়, বাতিল হলো জেমস ও আলী আজমতের কনসার্ট
দেশের রাজনৈতিক অবস্থার কারণে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) স্থগিত হয়ে যায় পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন’র গায়ক আলী আজমত ও নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমসের কনসার্ট। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টর্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে।
সব আয়োজনই ছিল চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় কনসার্টটি স্থগিত করা হয়। গতকাল আয়োজকরা জানান, খুব শিগগির অন্য ভেন্যুতে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন তারা। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত পরবর্তীত বিবৃতি জানান হবে।
কনসার্ট স্থগিত হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল রাতেই এক বিবৃতি অ্যাসেন কমিউনিকেশন থেকে জানানো হয়, কনসার্টটি বাতিল করা হয়েছে। বিবৃতিতে আয়োজকরা জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৪ নভেম্বর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া “লেজেন্ড লাইভ ইন ঢাকা: আলী আজমত ও নগরবাউল জেমস” কনসার্টটি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কারণ হিসেবে ওই বিবৃতিতে আয়োজকরা বলেন, ‘দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে আমাদের পক্ষে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে যে হতাশা বা অসুবিধা সৃষ্টি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
আয়োজকরা আরও জানান, ‘দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমরা নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
টিকেট রিফান্ড নিয়ে আয়োজকরা বলেন, ‘রিফান্ড সংক্রান্ত তথ্য ও ভবিষ্যৎ আপডেট শিগগিরই আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।’
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’