খাবারে চেতনানাশক দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে চুরি
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনার পর সবকিছু এলোমেলো দেখা যায়। ছবি: আমাদের সময় কোলাজ
ঝালকাঠির রাজাপুরে খাবারে চেতনানাশক ওষুধ দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জাকির ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত চোরেরা কৌশলে ঘরের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে জাকির ফকির ও তার স্ত্রী বিউটি বেগম অচেতন হয়ে পড়েন। পরে রাতে তাদের ছেলে তানভীর বাড়ি ফিরে সব এলামেলো দেখে, তারপর কিছু না বুঝে ওই খাবার অল্প পরিমানে খেয়ে তিনিও অচেতন হয়ে পরে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তানভীরের ঘুম ভাঙলে মাথা ঘোরা অনুভব করে। পরে তার বোন তন্দ্রাসহ স্বজরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
অভিযোগ পেয়ে রাজাপুর-কাঠালিয়া সার্কেল ও ওসি ঘটনাস্থল পরিদর্শনসহ মেডিকেলে ভুক্তভোগীদের খোঁজখবর নেন। তবে ভুক্তভোগীরা অচেতন থাকায় এখনও কি পরিমান টাকা বা স্বর্ণালংকার চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।’
আমাদের সময়/আরডি