বিচারকের ছেলে হত্যা মামলায় লিমন রিমান্ডে

রাজশাহী ব্যুরো
১৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৬
শেয়ার :
বিচারকের ছেলে হত্যা মামলায় লিমন রিমান্ডে

বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার আসামি লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হয়। এসময় রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ এম সোলায়মান শহীদের ছেলে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতে বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন লিমনের বিরুদ্ধে। 

আমাদের সময়/আরডি