পরিবেশ ও গণতন্ত্র একে-অপরের সঙ্গে জড়িত: পরিবেশ উপদেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ১৬:১৫
শেয়ার :
পরিবেশ ও গণতন্ত্র একে-অপরের সঙ্গে জড়িত: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও গণতন্ত্র একে-অপরের সঙ্গে জড়িত। পরিবেশ রক্ষায় গণতান্ত্রিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের আটি বাজারের দারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘ঢাকা মহানগর ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সংরক্ষণ প্রকল্পে’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘গণতন্ত্রে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও ভূমিকা রয়েছে। নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। নাগরিকেরা যদি মনে করেন—কিছুই বদলাবে না, তাহলে পরিবর্তন কখনোই আসবে না। এই দেশ স্বাধীন হয়েছে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ আন্দোলনে জনগণের সক্রিয় উপস্থিতি বারবার সফলতা এনে দিয়েছে। ফুলবাড়ি কয়লা খনি, আরিয়াল বিলে বিমানবন্দর নির্মাণ কিংবা সাদাপাথর উত্তোলনে রাজনৈতিক দুশ্চরিত্র প্রকাশ—সব ক্ষেত্রেই জনগণের ঐক্যবদ্ধ অবস্থান আন্দোলনকে সফল করেছে।’

পলিথিন ব্যবহারের ক্ষতি তুলে ধরে উপদেষ্টা বাজারে পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরী। এ ছাড়া স্থানীয় বিভিন্ন দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলেও বাস্তবায়ন করছে ঢাকা জেলা প্রশাসন। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রকলল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৬ লাখ টাকা।

আমাদের সময়/আরডি/জেএইচ