ফুল তুলতে গিয়ে নদীতে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় কুমার নদীতে ডুবে আবরাম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবরাম স্থানীয় ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে। সকালে নদীর তীরে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে কুমার নদী থেকে শিশু আবরামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরামের পরিবার ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, ‘শিশুটি ফুল তুলতে গিয়ে নদীতে পড়ে ডুবে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আমাদের সময়/এফএম