‘বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব দূর করা হবে’
নেত্রকোনায় নির্বাচনী সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কারিগরি শিক্ষা প্রদান করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করে বেকারত্ব দূর করা হবে।’
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশঁরী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির গণ-সংবর্ধনা ও নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তরুণরা কারিগরি শিক্ষাসহ উচ্চ শিক্ষা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মসংস্থান তৈরি করার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। দেশের বেকার তরুণদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেসব তরুণরা চাকুরীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সর্বাধিকভাবে সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, ‘মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার ওপর আস্থা রেখে
নেত্রকোনা -৪ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে মনোনীত করেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। বিগত ১৭ বছর আমার নির্বাচনী এলাকার নেতা-কর্মী এবং জনসাধারণ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসার প্রতিদান হিসেবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য সকলেই দোয়া করবেন।’
বাবর আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাকে ১৭ বছর কারাগারে রেখেছে। এর চেয়েও বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে রাখা হয়েছে। আজ দেশের জনগণ ও ছাত্রজনতা তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।’
এসময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমাদের সময়/আরআর