কচি খন্দকারের সিনেমায় মোশাররফ করিম
দু’জনের সম্পর্কটা বেশ পুরোনো। শুধু পর্দায় নয়, এর বাইরেও একে অপরের খুব কাছের। বলছিলাম, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কচি খন্দকারের কথা। অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন কচি। আর এই নির্মাতার বেশির ভাগ কাজেই পাওয়া যায় মোশাররফকে।
শোবিজে কথা রটেছে, নাটক-টেলিছবির পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার। আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মোশাররফ করিমকে নিয়ে ‘মাই ডিয়ার ফুটবল’ নামের সিনেমার শুটিং শুরু করবেন কচি খন্দকার।
এই নির্মাতা ও অভিনেতা জানান, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে ‘মাই ডিয়ার ফুটবল’।
কচি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। আমার বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এই খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমার নাম প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘আমরা যখন ফুটবল খেলতাম, তখন ডিয়ার নামের বল ছিল। এই নামটি নিয়ে নস্টালজিক একটা বিষয় জড়িয়ে আছে। এ ছাড়া ডিয়ার শব্দের অর্থ প্রিয়। দুটি বিষয়কে একত্র করার জন্যই নাম রেখেছি “মাই ডিয়ার ফুটবল”। সব মিলিয়ে এমন একটি সিনেমা বানাতে চাই, যা সবাই উপভোগ করবে।’
সিনেমাটি নিয়ে বাকি শিল্পীদের সঙ্গেও কথা হচ্ছে নির্মাতার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
কচি খন্দকার বলেন, ‘এটা যেহেতু মফস্বলের গল্প তাই কুষ্টিয়া শহরে শুটিংয়ের পরিকল্পনা করছি। আগামী বছরের জুলাই-আগস্টের দিকে টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। তার আগে আগামী ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে, মোশাররফ করিমকে নিয়ে ফুটবলের গল্পে টেলিছবি বানিয়েছিলেন কচি। এবার বড় পর্দায় আসছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।
আমাদের সময়/ এসএ