বিবাহবার্ষিকীর দিনেই সুখবর দিলেন রাজকুমার রাও-পত্রলেখা

বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১২:০৯
শেয়ার :
বিবাহবার্ষিকীর দিনেই সুখবর দিলেন রাজকুমার রাও-পত্রলেখা

সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। শনিবার (১৫ নভেম্বর) রাজকুমার-পত্রলেখার বিবাহবার্ষিকী। ৪ বছর পূর্ণ হলো তাদের দাম্পত্যের। এই দিনেই তাদের ঘরে এলো নতুন অতিথি।

আজ সকালে রাজকুমার এবং পত্রলেখা তাদের ইনস্টাগ্রামে যৌথ পোস্টে সুখবর দিয়ে জানিয়েছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।’

দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। বরুণ ধাওয়ান মন্তব্য করেছেন, ‘ওয়েলকাম টু দ্য ক্লাব গাইস’। সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভারতী সিং, অনিল কাপুররাও জানিয়েছেন শুভেচ্ছা।

২০২১ সালের নভেম্বর মাসের এই দিনে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার। চন্ডীগড়ে কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বসেছিলেন বিয়ের আসর। পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম।’

আমাদের সময়/ টিটিএ