যশোরে আওয়ামী লীগের ৩ নেতা আটক
যশোরে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এর মধ্যে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ারকে (৫৫) এড়েন্দা গ্রাম থেকে আটক করা হয়। বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলার সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি আব্দুর রউফকে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রিমন হোসেন (২৯) নামে ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্যকে ঘোপ জেল রোড এলাকা থেকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমাদের সময়/আরআর