মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে মো. সিফাত (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত সিফাতের চাচাতো ভাই ওসমান জানান, সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মা তাকে বকাঝকা করে। পরে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আমাদের সময়/এফএম