হিথ্রো বিমানবন্দরে যুক্ত বাংলায় লেখা দিকনির্দেশনা
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রোতে ইমিগ্রেশন কাউন্টারের ডিসপ্লে বোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি এবার যুক্ত হলো বাংলায় লেখা দিকনির্দেশনা। বিমানবন্দরের টার্মিনাল ৪-এর ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ নির্দেশনা প্রদর্শিত বাংলা লেখায় রয়েছে- ‘অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।’
এ বিষয়ে সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, ‘বাংলাদেশি অভিবাসনের ইতিহাসে এটি নিঃসন্দেহে বড় অর্জন। যাঁরা বাংলা পড়তে পারেন না, তাঁদের কাছেও এই ভাষার শক্তি ও সামর্থ্যরে কথা পৌঁছে যাবে। নতুন প্রজন্ম আগ্রহী হবে বাংলা ভাষার প্রতি।’
এর আগে ২০২২ সালের মার্চে বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় পাতাল রেলস্টেশনে বাংলা ভাষার ব্যবহার দেখা যায়। হোয়াইটচ্যাপল রেলস্টেশনের প্রবেশপথে ইংরেজির পাশাপাশি বাংলায় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’ লেখা হয়। এটি যুক্তরাজ্যে বাংলায় রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া টাওয়ার হ্যামলেটসের অনেকগুলো রাস্তার নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা রয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ বাংলায় করা হয়েছে।
এগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, ওসমানী প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুল রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে হোয়াইট চ্যাপেলেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গৌরবের শহীদ মিনার। পাশেই রয়েছে ব্রিকলেনসহ ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ; আশপাশের বেশির ভাগ দোকানের নামও বাংলা হরফে লেখা। সেই গৌরবগাঁথার সঙ্গে যোগ হলো আরেকটি ইতিহাসের।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস