ভোলায় বিক্ষোভের মুখে ৩ উপদেষ্টা

ভোলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ২১:৩৪
শেয়ার :
ভোলায় বিক্ষোভের মুখে ৩ উপদেষ্টা

ভোলা-বরিশাল সেতুর দাবিতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে (১৪ নভেম্বর) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের ২০ মিনিটের বেশি অবরুদ্ধ করে রাখা হয়।ৎ

বিক্ষোভের মুখে পড়া তিন উপদেষ্টা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালেয়ের উপদেষ্টা ফাওজুল কবীর খান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা করেন তিন উপদেষ্টা। সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য তাদের কাছে প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে উঠে তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন স্থানীয় ছাত্র-জনতা।

একপর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে অবরুদ্ধ করেন তিন উপদেষ্টাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে যান।  তিন উপদেষ্টাও সেখান থেকে বের হন।

সভা শেষে সাংবাদিকদের ফাওজুল কবির খান বলেছেন, ‘আপাতত ঘরে ঘরে গ্যাস দেওয়া সম্ভব না, তবে এলপিজি গ্যাসের দাম কমানে হবে। গ্যাস যাতে ভোলার মানুষ ব্যবহার করতে পারে আমরা সে চেষ্টাই করব।’

তিনি বলেন, ‘জেলার উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল এবং সম্ভাব্যতা যাচাই করে কাজ করা হবে। ভোলা-বরিশাল সেতুর নকশা কাজ অচিরেই শুরু হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তকে কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন। তারা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, বিসিক শিল্প নগরী, ভেদুরিয়া প্রস্তাবিত সার কারখানার স্থান ও বাফার গোডাউন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

আমাদের সময়/জেআই