রোববার ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ‘নবান্ন উৎসব’
হেমন্তের প্রথম দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্নের আমেজ নগরজীবনে ছড়িয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘নবান্ন উৎসব ১৪৪২’। ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে এই উৎসব জমবে আগামী রোববার (১ অগ্রাহায়ণ/১৬ নভেম্বর)।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ নবান্ন উৎসবে থাকছে- গান, কবিতা, নৃত্য, নবান্নকথন ও নবান্নভোজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উৎসবে লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করবেন- ডলি মণ্ডল, সাগর বাউল, কোহিনূর আক্তার গোলাপী ও আলেয়া বেগম। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আরও থাকছে র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের একক নৃত্য।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বরেণ্য ব্যক্তিত্বরা এ সময় নবান্নকথনে অংশ নিবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উৎসব মঞ্চের পাশেই থাকবে নবান্নের ঐতিহ্যবাহী খাবারের রকমারি পসরা।