দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল নারীর বস্তাবন্দী লাশ

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল নারীর বস্তাবন্দী লাশ

কক্সবাজারের উখিয়ায় এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে দুর্গন্ধের সূত্র ধরে পথচারীরা বস্তার ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রহিমা (৩০) জালিয়াপালং ইউনিয়নের আমির হোসেনের মেয়ে এবং হলদিয়াপালংয়ের জসিম উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (১৪ নভেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজনরা জানান, গত ৬ নভেম্বর স্বামী জসিম তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে বের করেন। এরপর থেকেই রহিমা নিখোঁজ ছিলেন এবং একই দিন থেকে জসিমও পলাতক।

স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে ফেলে রেখে পালিয়েছে জসিম উদ্দিন।

উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আমাদের সময়/আরডি