বিয়ের জন্য কেমন পাত্র চান ইভানা, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৫:১১
শেয়ার :
বিয়ের জন্য কেমন পাত্র চান ইভানা, জানালেন নিজেই
ছবি : সংগৃহীত।

বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

বলা চলে, যখন যে চরিত্রে অভিনয় করেন, সেটি ফুটিয়ে তোলেন দারুণ ভাবে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ভালো ছেলে না পেলে বিয়ে করবেন না।

পারসা বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

তিনি আরও বলেন, একসময় আমি টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কি না জানি না।

অভিনয়ে নিয়মিত হলেও পারসা ইভানা একজন ভালো নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও বেশ কয়েকটি নাটক দর্শকের মন জয় করেছে। বর্তমানে দেশে ফিরে আবারও শুটিংয়ে মন দিয়েছেন।

আমাদের সময়/কেইউ