গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৪:৪২
শেয়ার :
গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়

অবরুদ্ধ গাজা উপত্যকায় ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। এর প্রভাবে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয় ঘটতে পারে যুদ্ধবিধ্বস্ত এই শহরটিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ঝড়ে কারণে ঝুঁকিতে রয়েছেন দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের দুই বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার ও শনিবার উপত্যকা ও নিচু এলাকায় হঠাৎ বন্যার আশঙ্কা করেছে।