আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীতে আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার বস্তি সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম মো. ফজলুল হক। তিনি টঙ্গী পূর্ব থানার এ এস আই পদে কর্মরত রয়েছেন।
এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে বলে জানা যায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে টঙ্গি পূর্ব থানা পুলিশের একটি অভিযানের দল সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিসংলগ্ন টঙ্গী বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে পৌঁছায়। ঘটনাস্থলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮০/৯০ জন দুষ্কৃতিকারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে টঙ্গি পূর্ব থানার এএসআই মো. ফজলুল হক মাথায় জখম হয়ে গুরুতর আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
আমাদের সময়/আরআর