রামেক হাসপাতালে শিশুসহ ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- নওগাঁ জেলার সাড়ে পাঁচ বছরের শিশু সাবিহা ও রাজশাহীর বাগমারার এলাকার মিঠু (৩০)। শুক্রবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাবিহা গত ৬ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেই দিন সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে মিঠু বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তিনি টানা পাঁচ দিন জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের তথ্যমতে, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি ডেঙ্গু মৌসুমে ১৭ জন মারা গেছে।’