নতুন সেনা অভিযানের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
নতুন সেনা অভিযানের ঘোষণা করলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পশ্চিম গোলার্ধে ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে তাদের অভিযান শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হেগসেথ তার এক্স হ্যান্ডেলে জানান, ‘আজ আমি অপারেশন সাদার্ন স্পিয়ারের কথা ঘোষণা করছি। সাদার্ন স্পিয়ার এবং সাদার্ন কমান্ডের যৌথ পরিচালনায় এই অপারেশন আমাদের দেশকে রক্ষা করবে, আমাদের গোলার্ধকে মাদক মুক্ত করবে এবং আমাদের দেশে মাদকজনিত মৃত্যু বন্ধ করবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাষ্ট্রের অন্যতম যোদ্ধা বাহিনী সাদার্ন কম্যান্ড মধ্য ও লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল সুরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে। এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছিলো, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী লড়াইয়ে অবিচল থাকবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মাদকের বিরুদ্ধে যুদ্ধ দাবি করে ইতিমধ্যে ভেনেজুয়েলার সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক নৌযানে হামলা চালিয়েছে তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস