‘জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না’

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫
শেয়ার :
‘জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না।’ 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

এদিন চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের মহিলা নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আজিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া নূর সিদ্দিকা।

মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, ‘আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি না।’ 

তিনি বলেন, ‘আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি। এই ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলেন না। আমরা সবাই ন্যায়। সবাই ইসলামপন্থী।’

আমাদের সময়/আরআর