বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০
শেয়ার :
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার নুরুজ্জামান (৪৫) ও হেল্পার মারুফ (২৪) নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালকিনি উপজেলার কুন্ডুবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার মারুফ নিহত হন এবং সুপারভাইজার নুরুজ্জামানকে গুরুতর আহত হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্প ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনাস্থলে নিহত বাসের হেলপার মারুফের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সময়/আরআর