১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ জামায়াত-আওয়ামী নেতাদের বিরুদ্ধে
সিরাজগঞ্জের কাজীপুরে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জামায়াত ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ বিষয়ে ব্যবসায়ী আব্দুর রশিদ কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘বিষয়টি আর্থিক লেনদেন নিয়ে। এটি দেওয়ানি আদালতের বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
অভিযুক্ত নেতারা হলেন কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, আওয়ামী লীগ কর্মী হরিনাথপুর গ্রামের দুলাল হোসেন, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, বদিউর ওরফে বুদা ও মো. শুভ।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী আব্দুর রশিদের বিরোধ চলে আসছিল। আব্দুর রশিদের সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে সাথী ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপরোক্ত অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ব্যবসায়ী আব্দুর রশিদের কাছে কখনো ৫ লক্ষ আবার কখনো ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্তরা (বিবাদীরা) রাগান্বিত হয়ে যান। বিভিন্ন সময় পথে ঘাটে হুমকি দেয়। এরই জেরে গত ২৮ অক্টোবর সকালে বিবাদীরা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম নিয়ে হরিনাথপুর বাজারে আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে গালিগালাজ করেন।
অভিযোগপত্র। ছবি: সংগৃহীত
সেসময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জামায়াত নেতা রফিকুল ইসলাম দোকানের ক্যাশ বাক্স থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। এরপর আওয়ামী লীগ নেতা রিপন হোসেনসহ অন্য বিবাদীরা দোকান ঘরে রক্ষিত সিমেন্ট, টিউবয়েল, পাইপ-ফিটিংসসহ দামি সেনেটারী মালামাল ট্রাকে উঠিয়ে নেন। এর পাশাপাশি ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন তিনি। এরপর বিবাদীরা আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক তালা মেরে দিয়ে ট্রাকে রাখা দোকানের মালামাল নিয়ে চলে যান।
এ বিষয়ে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আর্থিক লেনদেন নিয়ে সমস্য ছিল। আমরা দোকার ঘর তালা দিয়েছিলাম। পরের দিন পুলিশ এসে তালা খুলে দিয়েছে। তবে চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।’
আমাদের সময়/আরআর