নতুন জরিপে বড় ধাক্কা /
ট্রাম্পকে অপছন্দের হার বেড়ে ৫৮ শতাংশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করছেন দেশটির ৫৮ শতাংশ মানুষ। নতুন এক জরিপে এমন চিত্রই ফুটে উঠেছে।
বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা যায়, ট্রাম্পকে যারা অপছন্দ করেন-অর্থাৎ তার পারফরমেন্সে অসন্তুষ্ট, তাদের হার মে মাসের ৫২ শতাংশ থেকে নভেম্বর এসে বেড়ে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে ট্রাম্পের অনুমোদন রেটিং এখনো প্রায় ৪০ শতাংশেই স্থির রয়েছে।
এই অনলাইন জরিপটি ছয় দিন ধরে পরিচালিত হয় এবং এতে যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ২০০ প্রাপ্তবয়স্ককে রাজনৈতিক নেতাদের প্রতি মতামত ও ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটদানের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়।
জরিপে আরও দেখা যায়, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে ডেমোক্র্যাট ভোটাররা রিপাবলিকানদের তুলনায় বেশি উৎসাহ দেখাচ্ছেন। নিজেদের ‘ডেমোক্র্যাট’ পরিচয় দেওয়া নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৪৪ শতাংশ বলেছেন তারা ২০২৬ সালের নির্বাচনে ভোট দিতে “খুবই উৎসাহী”, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার মাত্র ২৬ শতাংশ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট ভোটার বলেছেন, তারা যদি আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোট না দেন, তবে তা নিয়ে আফসোস করবেন। বিপরীতে রিপাবলিকানদের মধ্যে এই হার ৬৮ শতাংশ।
আগামী বছর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের ৩৫টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে।
তবে সাম্প্রতিক ৪ নভেম্বরের অফ-ইয়ার নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি জয়ে ডেমোক্র্যাটরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা উল্লেখযোগ্য জয় পেয়েছে। নিউ ইয়র্ক সিটিতেও গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচনে জোহরান মামদানি তার মধ্যপন্থী ও ডানপন্থী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে ক্যালিফোর্নিয়ার ভোটাররা একটি ব্যালট প্রস্তাব অনুমোদন করেছেন, যা রিপাবলিকানদের ট্রাম্প-প্রভাবিত জেরিম্যান্ডারিংয়ের জবাবে রাজ্যের কংগ্রেসনাল এলাকাগুলোকে ডেমোক্র্যাটদের অনুকূলে পুনর্গঠনের সুযোগ দেবে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস