পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা
দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার ধারাবাহিকতায় তারা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।
বৃহস্পতিবার ভোরের দিকে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় সালফিটের নিকটবর্তী দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
আল জাজিরাকে এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হামলায় মসজিদের অভ্যন্তরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই অগ্নিসংযোগকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহল এর তীব্র নিন্দা জানিয়েছে।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, মসজিদের দেয়ালে বর্ণবাদী, ফিলিস্তিনি বিরোধী স্লোগান লিখে দেওয়া হয়েছে, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বেশ কয়েকটি কুরআনের কপিও পুড়িয়ে ফেলা হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ফিলিস্তিনের ধর্মীয় দান ও বিষয়ক মন্ত্রণালয় এটিকে জঘন্য অপরাধ বলে নিন্দা জানিয়েছেন।
তার মন্তব্য, এটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলির সঙ্গে ইসরায়েলের ‘বর্বরতার’ চিত্র তুলে ধরে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস