পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯
শেয়ার :
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত


হিমালয় কন্যাখ্যাত শীতপ্রবণ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এর আগে গত বুধবার ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে। উত্তরাঞ্চলের এই জেলাটিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।

অপরদিকে তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে পিঠার স্বাদ উপভোগ করছেন সাধারণ মানুষ। তবে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে আগের চেয়ে বেশি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমেই কমছে। তবে নভেম্বর মাস শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আকাশে মেঘ নেই, রাতে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে যাচ্ছে। দিনে রোদের কারণে কিছুটা উষ্ণতা বাড়ছে। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এখন থেকে পঞ্চগড়ে দিনের তাপমাত্রা দিন দিন কমতে থাকবে, চলতি নভেম্বর মাসের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।