ভ্যানে করে এনে মরদেহ রাখা হয় জাতীয় ঈদগাহ ময়দানের সামনে

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ২১:৩৯
শেয়ার :
ভ্যানে করে এনে মরদেহ রাখা হয় জাতীয় ঈদগাহ ময়দানের সামনে

রাজধানীর শাহবাগের জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে উদ্ধার হওয়া ড্রামভর্তি খণ্ডিত মরদেহ ভ্যানে করে এনে সেখানে রাখা হয় বলে জানাল পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আশরাফুল হক। তার বয়স ৪৩ বছর। আশরাফুলের বাড়ি রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে। তার বাবার নাম আব্দুর রশিদ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় বের করে। তবে কারা কীভাবে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়রা এতটুকু বলতে পারছেন। সন্ধ্যায় যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দেওয়া হলে ড্রাম খুলে চালের মধ্য থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়।

তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেজড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।

আমাদের সময়/জেআই