বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার সঙ্গে অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১২ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বর্ণা আক্তার চর-গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন। কিন্তু তার স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে না চাইলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মেয়েকে মারধর করেন। এতে অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
আমাদের সময়/এফএম