সড়কে বৈদ্যুতিক খুঁটি ও বাঁকে বাড়ছে দুর্ঘটনা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গহিরা-হেঁয়াকো আঞ্চলিক মহাসড়কের নারায়ণহাট অংশে সড়কের কার্পেটিং ঘেঁষে একটি বৈদ্যুতিক খুঁটি থাকায় এবং একটি বাঁকে সামনে-পেছনে দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুতগতির যানবাহন এই খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয়দের আশঙ্কা, খুঁটিটি দ্রুত না সরালে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিন দেখা যায়, গহিরা-হেঁয়াকো দুই লেনের এই আঞ্চলিক সড়ক নির্মাণের সময় সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিটি না সরিয়েই কাজ শেষ করা হয়। ফলে ওই স্থানে সড়ক সরু হয়ে গেছে। সড়কের পশ্চিম পাশে রয়েছে নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং উত্তর পাশে রয়েছে নারায়ণহাট বাজার। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথে চলাচল করায় ঝুঁকি আরও বেড়েছে। সেই সঙ্গে সড়কের উক্ত বিদ্যালয়ের উত্তর পাশে ও বাজারের প্রবেশদ্বারে বাঁকে (মোড়) সড়কের পশ্চিম পাশে ব্যবসায়ীরা সওজের জায়গা দখল করার কারণে এদিক-ওদিক দেখা যায় না। ফলে বাঁকে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
আরও দেখা যায়, সড়কটির দুই পাশে সারি সারি বৈদ্যুতিক খুঁটি থাকলেও একটি খুঁটি রয়েছে সড়কের ঠিক কার্পেটিংয়ের ওপর ঘেঁষে। ফলে খুঁটির সামনে এসে যানবাহনগুলো বামে-ডানে করে পার হতে হয়। এতে কৃত্রিমভাবে একটি বাঁক তৈরি হয়েছে এবং চালকদের বিপরীত লেনে গিয়ে গাড়ি চালাতে হয়। ফলে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়।
স্থানীয়রা বলেছেন, খুঁটি ও বাঁকে রাতের বেলায় বিপজ্জনক। এরই মধ্যে কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। যানবাহন চালক কবির ও আব্দুস ছালামসহ কয়েকজন বলেন, সড়কের খুঁটির কারণে বড় গাড়ি ঘুরাতে কষ্ট হয়। হঠাৎ সামনে ছোট গাড়ি এলে ধাক্কার আশঙ্কা তৈরি হয়। তাঁরা আরও বলেন, বাজারে দক্ষিণ পাশে ছোট কালভার্টের উত্তর পাশে বাঁক খুবই মারাত্মক। এমন বাঁক, সামনের দিকে সড়ক দেখা যায় না। এ বাঁকের পশ্চিম পাশের অস্থায়ী স্থাপনাগুলো অপসারণ করে দুর্ঘটনা থেকে রক্ষা করা প্রয়োজন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফটিকছড়ি উপসহকারী প্রকৌশলী অনুপম শর্মা বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না। এটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দিয়ে জানানো হবে। যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া হবে খুঁটিটি। আর ঝুঁকিপূর্ণ বাঁকের বিষয়টি দেখে ব্যবস্থা নেব।
এদিকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি জোনাল অফিসের আওতাধীন দাঁতমারা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, সড়কে পাশের বিদ্যুৎ খ্ুঁটি সরানোর বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চিঠি দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। সওজ এখনও আমাদের এ বিষয়ে জানায়নি।