বিশ্বজয়ী হতে মিথিলার আর মাত্র এক ধাপ
৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। দুদিন আগে ৫ নম্বরে উঠেই তাক লাগিয়েছেন। গতকাল সকালে তিনি চমকে দেন ২ নম্বরে উঠে এসে। বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স আসরে ‘পিপলস চয়েস’ ভোটিং পর্বে অবস্থান করছেন সেরা ২-এ।
মিথিলা তার ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার সকালে সেরা ২-এ উন্নীত হওয়ার সুখবরটি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে ৬ দিনে কয়েক কোটি ভোট পড়বে তার পক্ষে। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধু ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিথিলা ১২১টি দেশের মধ্যে এখন ২ নম্বরে আছেন। আর মাত্র ৫০ হাজার ভোট পেলেই উঠে যাব এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত এই ভোট দেওয়া যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল