২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন
দুই শতকেরও বেশি সময় ধরে চলা ঐতিহ্যের অবসান ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটি এক সেন্টের মুদ্রা ‘পেনি’ উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যয় কমানো ও ডিজিটাল লেনদেনের যুগে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন বন্ধ হলেও মুদ্রাগুলো কার্যকর থাকবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২৩০ বছরের ঐতিহ্য ভেঙে এক সেন্টের মুদ্রা (পেনি) তৈরি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ফিলাডেলফিয়া মিন্টে এই মুদ্রার শেষ ব্যাচের কয়েন তৈরি করা হবে। এর মাধ্যমে ১৭৯৩ সাল থেকে টানা ২৩০ বছরেরও বেশি সময় ধরে চলা পেনি উৎপাদনের ইতি টানবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে মুদ্রাগুলো প্রচলনে থাকবে। কিন্তু নতুন করে উৎপাদন বন্ধের ঘোষণার পর থেকেই অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দাম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে, কারণ বাজারে এখন পেনি পাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সরকারের দাবি, এই পদক্ষেপে ব্যয় সাশ্রয় হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের ফেব্রুয়ারিতে পরিকল্পনাটি ঘোষণা করে বলেছিলেন, ‘আমাদের মহান দেশের বাজেট থেকে অপচয় বাদ দিতে হবে, এটা যদি এক পেনিও হয়।’ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে, উৎপাদন বন্ধ করলে প্রতিবছর প্রায় ৫৬ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস