জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই আদেশে সাক্ষর করেন তিনি।
এই আদেশের ভিত্তিতে গণভোট হবে বলে জানা গেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া হবে।
এদিকে, জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টা তার এই ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?