পরিবহনের ধাক্কায় লোকাল বাস জলাশয়ে, আহত অন্তত ৩৫
দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি বাসের থাকায় আরেকটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলা বাংলাদেশ হাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া বাস মালিক সমিতির লোকাল বাস রাজন পরিবহন ধীর গতিতে যাত্রী উঠাচ্ছিল, এমন সময় কুষ্টিয়ার এসবি সুপার ডিলাক্স নামক বাসটি দ্রুত গতিতে এসে লোকাল বাসের পেছনে ধাক্কা দেয়।
মুহূর্তেই লোকাল বাসটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এই ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
পাংশা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছি। কোনো নিহাতের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।’
আমাদের সময়/আরআর