‘কখনো এমন কিছু ঘটেনি’
পরিবার নিয়ে এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ছিলেন অভিনয়ের বাইরেও। মাঝে মাঝে দেশে ফেরেন, আবার নীরবে ফিরে যান অস্ট্রেলিয়ার সিডনিতে। ২০২৩ সালেও ঠিক এমনভাবেই ফিরেছিলেন তিনি। আর ফিরেই ঘোষণা দেন নতুন সিনেমার- নাম ‘রঙ্গনা’।
আরাফাত হোসাইনের পরিচালনায় শুরু হয় শুটিং। কিন্তু হঠাৎ সব থমকে যায়। পারিবারিক প্রয়োজনে নায়িকাকে আবারও উড়াল দিতে হয় সিডনিতে। কথা ছিল খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। তবে এর মধ্যেই ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন শাবনূর।
অসমাপ্ত ‘রঙ্গনা’ সিনেমার শুটিংয়ের ফুটেজ এখন ইউটিউবে ঘুরছে! এ বিষয়ে পরিচালক জানেন না, নায়িকাও অবাক। বিস্ময় ও ব্যথিত কণ্ঠে শাবনূর বলেন, ‘এত বছর সিনেমায় কাজ করেছি, এত পরিচালক-প্রযোজকের সঙ্গে কাজ করেছি; কখনো এমন কিছু ঘটেনি! শিল্পীর অনুমতি ছাড়া অসমাপ্ত কাজের ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণেরও চূড়ান্ত নিদর্শন। এটা শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, ২০২৩ সালের শেষ দিকে ঢাকায় ফিরেই শাবনূর ঘোষণা দিয়েছিলেন একাধিক সিনেমার। তবে ঢাকা ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর পরে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে চলে শুটিং। এরপরের লটে ফিরবেন বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। কিন্তু দ্বিতীয় লট শুরুই হয়নি- তার আগেই ইউটিউবে ফাঁস হয়েছে সিনেমাটির দৃশ্য।
ঘটনা জানাজানি হতেই চলচ্চিত্রাঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন, ‘প্রযুক্তির যুগে তথ্য ফাঁসের নতুন রূপ।’ আবার কারো কথায়, ‘অবহেলা ও দায়িত্বহীনতার ফসল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাবনূর। তিন দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক সালমান শাহের সঙ্গে পর্দায় তৈরি করেছিলেন ইতিহাস।
২০১৩ সালের পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান শাবনূর। এখন সিডনিতে আছেন একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে। আর অভিনয় থেকেও নিজেকে আড়াল করে রেখেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/ এসএ