গাজীপুরে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৭
শেয়ার :
গাজীপুরে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের কোনো প্রভাব পড়েনি গাজীপুরে। জনজীবন রয়েছে স্বাভাবিক। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরর কোথাও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেখা যায়নি। লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী র্যাব পুলিশের টহল অব্যাহত রয়েছে।

 এদিন গাজীপুরে জনজীবন ছিল স্বাভাবিক, খুলেছে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরের জনজীবনে।

লকডাউনকে কেন্দ্র করে গাজীপুর মহানগর বিএনপিকে পৃথক পৃথক স্থানে অবস্থান নিতে দেখা গেছে। ভোর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। সেই সঙ্গে মোটরসাইকেল মোহড়া দিয়ে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা।

এছাড়া বাংলাদেশ জামায়েত ইসলামী,বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীদেরকেও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে দেখা যায়। 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন।

এদিন সকালে গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, মোটরসাইকেল শোডাউন হয়। এছাড়া গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের নেতৃত্বে টঙ্গী বাজারে অবস্থানে নেন নেতাকর্মীরা। 

বিএনপি নেতারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের এই আগুন-সন্ত্রাস নৈরাজ্য গাজীপুর মহানগর বিএনপি কঠোর হস্তে দমন করবে। 

তাদের ঘোষিত এই অবৈধ লকডাউন গাজীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে বিএনপি নেতারা দাবি করেন।

আমাদের সময়/আরআর