নিক্সন চৌধুরীর ডাকে ঢাল-রামদা নিয়ে প্রস্তুত কর্মীরা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৯
শেয়ার :
নিক্সন চৌধুরীর ডাকে ঢাল-রামদা নিয়ে প্রস্তুত কর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিক্সন চৌধুরীর ডাকে ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর বরিশাল মহাসড়কের একাধিক স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে অবরোধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শরকি, রামদা, কাটরা, টেটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। 

এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তাদের স্লোগান হচ্ছে- ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে বসে থাকার সময় নাই- এভাবে তারা বিক্ষোভ করতে থাকেন মহাসড়কে।

অন্যপাশে প্রশাসনের অবস্থান নিতেও দেখা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

আমাদের সময়/আরআর