বিপজ্জনক বায়ুদূষণ দিল্লিতে, ঢাকার খবর কী?

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬
শেয়ার :
বিপজ্জনক বায়ুদূষণ দিল্লিতে, ঢাকার খবর কী?

বিশ্বের বিভিন্ন শহরের মতোই দক্ষিণ এশিয়ার আকাশেও এখন ছড়িয়ে পড়েছে ধোঁয়া ও ধূলিকণার বিষাক্ত ছায়া। ভারতের দিল্লি ভয়াবহ বায়ুদূষণে আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে, আর এরই ধাক্কায় ঢাকাও আবার ফিরে গেছে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ২৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। গত কয়েকদিনের তুলনায় এই শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে, ভারতের আরেকটি শহর কোলকাতা ২২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ২০৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর। মিশরের কায়রো শহর ১৮৭ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আমাদের সময়/ টিটিএ