পেট্রল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৫
শেয়ার :
পেট্রল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

গাজীপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে পেট্রল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন সদর উপজেলাধীন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)। এসময় তাদের কাছ থেকে পেট্রল বোমা ও লোহার পাইপ উদ্ধার করা হয়। 

বুধবার (১২ নভেম্বর) গাজীপুর সদর উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে তাদেরকে পেট্রল বোমা ও লোহার পাইপসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ বলেন, ‘আটকদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আমাদের সময়/আরআর