মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২
শেয়ার :
মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা

ছবি: সংগৃহীত

সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ভেনেজুয়েলা। গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে এ কথা জানান। খবর আল জাজিরার।

ভেনেজুয়েলার উপকূলে সম্প্রতি মার্কিন রণতরি মোতায়েন এবং ওই অঞ্চলে একের পর এক নৌযানে মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তারা যে কোনো মার্কিন আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে।

বিবৃতিতে ভেনেজুয়েলা সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে, তার মধ্যে আছে স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলোও মোতায়েন থাকবে। মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে উত্তেজনা চলছে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে।