ঢাকাজুড়ে কড়া নিরাপত্তা
লকডাউন ঘিরে তিন দিনে ১৩ বাসে আগুন, স্থানে স্থানে ককটেল নিক্ষেপ ।। অনভিপ্রেত কাণ্ড এড়াতে ৮ অঞ্চলে ভাগ করা হয়েছে রাজধানীকে ।। ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গত তিন দিনে অন্তত ১৪টি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে; আগুন দেওয়া হয়েছে ট্রেনেও। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে করে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে ঢাকার প্রবেশমুখ ও রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে কড়া তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার ঢাকার রাস্তায় ব্যক্তিগত যান চলাচল ছিল তুলনামূলকভাবে কম। সন্ধ্যার পর অতি প্রয়োজন ছাড়া রাস্তায় নামেননি নগরবাসী।
প্রসঙ্গত, ছাত্র-জনতার প্রবল অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় কবে দেওয়া হবে, তা জানানো হবে আজ বৃহস্পতিবার। এ দিনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো অনভিপ্রেত কাণ্ড এড়াতে রাজধানীকে ৮টি অঞ্চলে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গতকাল বুধবার ভোর ৪টার দিকে আশুলিয়ায় আলীফ পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বাসের মালিক মো. সোহেল জানান, এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বসে গেলাম। এ গাড়ি ছাড়া আমার কোনো পথ নেই। কে বা কারা এ কাজ করছে, আমরা জানি না। আমার গাড়ির সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো আমি জড়াইনি।
একই দিন গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে অন্তত ১৪টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, আইন প্রয়োগ করে তাদের দমন করা হবে। সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার শঙ্কা নেই।
এদিকে ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সামনেও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মাঝে। অনেক স্কুলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে ক্লাস-পরীক্ষা। ঢাকার ফার্মগেটের এক অভিভাবক গতকাল জানান, তিনি বৃহস্পতিবার (আজ) তার সন্তানকে কোচিং সেন্টারে পাঠাবেন না। তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দ্রুত এ সংকটের সমাধান আসুক।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে গতকাল রাত ৯টার দিকে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে জেলার এসপি আনোয়ার হোসেন বলেন, রেলস্টেশনে পড়ে থাকা পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী আহত হয়েছেন এবং সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার। তিনি বলেন, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হয়ে স্পিøন্টার তার পিঠে লাগে। কারওয়ানবাজারে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টার পর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ আহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। এ ছাড়া রাত ১০টার দিকে শান্তিনগর টুইন টাওয়ার ও মৌচাকের ফরচুন মার্কেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতে ফার্মগেট এলাকায় লকডাউনের সমর্থনে মিছিল করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকজনের আটকের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রনি-রানা পরিবহনের ওই বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ?স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে বাসটিতে আগুন দেয়। সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর দোলাইরপাড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। উত্তরায় পারটেক্স গ্রুপের একটি মাইক্রোবাসেও এ দিন আগুন দেওয়া হয়।
এ ছাড়া বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাসের পাশে পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল সকাল থেকে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা যায়। এ ছাড়া ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র?্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। ঢাকা ও আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরও দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হত্যা, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল?্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে বলে দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে। ২০১৩ সালে নির্বাচনের আগে এভাবে যানবাহনে অগ্নিসংযোগ করা হতো। আবারও সেই ধরনের পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সে জন্য সব পক্ষকে এগিয়ে আসতে হবে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এগুলো খুবই নিম্নমানের, দেশীয়ভাবে তৈরি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, আমরা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বোধ করছি না। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়টি দেখছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযানে ঢাকা মহানগর ডিবি আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর বাইরেও ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঢাকার আটটি ক্রাইম ডিভিশনকে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রমনা ডিভিশনকে অধিক গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা ঠেলে সাজানো হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় পুলিশ।
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেলে ও মেসে অভিযান চালাচ্ছি। মঙ্গলবার রাতে কলাবাগানের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। তারা নাশকতার জন্য ঢাকায় জড়ো হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তার তথ্য পুলিশের যে সিডিএমএস (অপরাধীদের ডেটাবেজ) আছে, সেখানে যাচাই-বাছাই করা হয়। কলাবাগানে যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জ থেকে এসেছেন, যাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী নামক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মঙ্গলবার রাতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, নাশকতার উদ্দেশে জানালার গ্লাস ভেঙে দুষ্কৃতকারীরা পেট্রল দিয়ে কাঠের টুকরোর সঙ্গে কাপড় পেঁচিয়ে ভেতরে আগুন লাগিয়ে দেয়।
ফরিদপুরে ককটেলসহ গ্রেপ্তার ৩ : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ হাতবোমা, ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়িতে দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোরে ৩ বাড়িতে ককটেল হামলা : যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে পাশাপাশি তিনটি বাড়িতে ককটেল হামলা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত ২টার দিকে সুজলপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে কসাই রফিক, তার প্রতিবেশী শরিফুল ইসলাম শরীফ এবং নজরুল ইসলাম ওরফে কসাই নজরুলের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম ওরফে কসাই রফিকের ছেলে সুমন ইসলাম বলেন, ৭-৮ জন মোটরসাইকেলে এসেছিল। তাদের মুখ বাঁধা এবং হেলমেট পরা ছিল। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে।
এদিকে যশোর শহরে মঙ্গলবার ভোর ও সন্ধ্যায় পৃথক ঝটিকা মিছিলের পর পুলিশ ৫ জনকে আটক করেছে। তারা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শহরতলির ঝুমঝুমপুরের বজলু হাওলাদারের ছেলে রাজু রানা, যুবলীগ কর্মী চাঁচড়া কলোনি এলাকার বাদশা ফয়সালের ছেলে নিরব, চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিমের ছেলে রাহুল, চান্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া এবং মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির।
কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা : মঙ্গলবার রাতে সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।
খুলনায় এনসিপির অফিস ভাঙচুর : মঙ্গলবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ এনসিপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
সাতক্ষীরার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ : মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে সাতক্ষীরার কাটিয়াস্থ শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এর পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে। পরে জেলা পরিষদের বসানো সিসিটিভির ফুটেজ নিজেদের আয়ত্বে নেয় তারা। এ ছাড়া একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে ৫ জন পুলিশ সার্বক্ষণিক পাহারায় বসানো হয়েছে।
চট্টগ্রামে নওফেলের বাড়ি থেকে আটক ৭ : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নগরীর চশমা হিলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে আটক করেছে। আটক সাতজন দাবি করেন, তারা ওই বাড়ির কর্মচারী।
কসবায় আ.লীগ নেতা গ্রেপ্তার : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিলদার (অব.) সেলিম ভূঁইয়াকে রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মীসহ ৭ জন আটক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বরপা এলাকা ও পূর্বাচল চেকপোস্ট থেকে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের আটক করে।