কোরিয়াকে হারিয়ে স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ
এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রুপা নিশ্চিত, এখন স্বর্ণের স্বপ্ন দেখতে শুরু করেছে স্বাগতিকরা। গতকাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে ফাইনাল নিশ্চিত করান হিমু বাছাড় ও বন্যা আক্তার। আগের দিন পর্যন্ত আট ইভেন্টের মধ্যে পদকের সম্ভাবনা টিকে ছিল কম্পাউন্ড নারী একক ইভেন্টে কুলসুম আক্তারের। তার সেমিফাইনাল আগামীকাল। তবে তার আগে সকালে মিশ্র ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলবেন বন্যা ও হিমু। এশিয়ান আরচ্যারিতে রুপা নিশ্চিত করে বেশ খুশি হিমু বাছাড় ‘২০২১ সালে দলগত বিভাগে পক জিতেছিলাম। এবারের এশিয়ান আরচারিতে মিশ্র বিভাগে দ্বিতীয়বারের মতো পদক জিতেছি। পদকের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’ ভারতকে হারিয়ে স্বর্ণপদকে চোখ হিমুর, ‘আমরা অবশ্যই এখন স্বর্ণের জন্য খেলব। কোরিয়াকে হারিয়েছি, ভারতকেও হারানো সম্ভব।’
নারী কম্পাউন্ড আরচার বন্যা আক্তার অনেক দিন ধরেই খেলছেন।
এশিয়ান পর্যায়ে একটি পদক পেয়ে তিনিও বেশ তৃপ্ত ‘এর আগেও এশিয়ান আরচারিতে আমি ও আশিক রেকর্ড স্কোর করেও পদক পাইনি। এবার ব্যক্তিগত ইভেন্টে যখন পারলাম না, তখন ফোকাস দিলাম মিশ্র
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
বিভাগ নিয়ে। আমি পার্টনারকে সহায়তা করেছি, সেও করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ায় ফাইনালে উঠতে পেরেছি।’ কোরিয়া বিশ্ব আরচারির বড় পরাশক্তি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকেও পদক থাকে তাদের। সেই দেশের আরচারকে হারানো নিয়ে ফরিদপুরের কন্যা বন্যা বলেন ‘গত তিন বছর আমি কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি। এজন্য আমার টেম্পারমেন্ট অন্য আরচারদের চেয়ে একটু বেশিই। কোরিয়ান আরচারকে ভয় পাইনি, স্বাভাবিক খেলা খেলেই হারিয়েছি।’
লস অ্যাঞ্জেলসে প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে কম্পাউন্ড ইভেন্টটি। তাই বরাবরই খুশি বন্যাÑ ‘আমরা আগেও বলেছি আমাদের বিদেশি কোচ দরকার। কম্পাউন্ড আগে অলিম্পিক ইভেন্ট ছিল না। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কম্পাউন্ড রয়েছে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র