দেশের মানুষের সমর্থন চাই
ছবি: সংগৃহীত
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে তানজিয়া জামান মিথিলা ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছেন। ১২১টি দেশের প্রতিযোগী নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স-এর ৭৪তম আসর। মঙ্গলবার রাত পর্যন্ত ভোটে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে ভোটিংয়ে ৩ নম্বরে চলে আসে মিথিলার নাম। এ খবরে আবেগতাড়িত তানজিয়া জামান মিথিলা। পুকেটের ইভেন্ট শেষে তিনি এখন পাতায়ায়। মিথিলা বলেন, ‘গতকাল রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে ৩ নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। আমি একদম স্পিচলেস হয়ে যাই। আমার কান্না চলে আসে। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। তবে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, এই মঞ্চে বিজয়ী দেখতে চাইছেন, সত্যিই আমাকে অভিভূত করেছে। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।’
মিথিলা জানালেন, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ৫০ ভাগ ভোট, আর বিচারকের ৫০ ভাগ। দুই ক্ষেত্রে যিনি এক নম্বর হবেন, তিনিই হবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসরের মুকুটের দাবিদার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিথিলা আরও বললেন, ‘থাইল্যান্ডে আসার পর এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, প্রতিটিতে আমার পারফরম্যান্স ভালো ছিল, সবার কাছ থেকে তেমনই বুঝতে পেরেছি। আমার বিশ্বাস, আগামী ইভেন্টগুলোও আমি দারুণভাবে উৎরাতে পারব। এখন শুধু দরকার দেশের মানুষের ভোট। এত বিশাল জনগোষ্ঠীর দেশ, বাংলাদেশ নিয়ে তাদের যে ইমোশন কাজ করে, তাতে ভোটে আমার এগিয়ে থাকার কাজটা তারা দারুণভাবে করে দিতে পারেন। আমি শুনেছি, শুধু গতকালই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে। এই প্রথম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশ এত ভালো অবস্থানে আসতে পেরেছে। আমি দেশের মানুষের সমর্থন চাই। এমন সমর্থন পেলে সবাইকে সুখবরটা দিতে পারব।’
এদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের ফেসবুক পেজে আজ সকালে এক পোস্টে লিখেছে, ‘গতকাল আমরা প্রায় ৬০ হাজার ভোট পেয়েছি, ফলে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ৬০ হাজার ভোট দরকার। আসুন, আজ সবাই মিলে বাংলাদেশের জন্য এটি করি!
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
মিথিলাকে জয়ী করতে তারকাদের মধ্যে জয়া আহসান, তমা মির্জা, বিদ্যা সিনহা মিম, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, কোনাল, সালমান মুক্তাদির, জান্নাতুল ঐশী, হৃদি শেখ, সামিরা খান মাহি, শবনম ফারিয়াসহ অনেকেই ভোট চেয়েছেন।