ফ্যাসিবাদী আমলের প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে টিএসসিতে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছে এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার ঢাকার ১০টি স্থানে ফ্যাসিবাদী আমলের গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়েছে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন করা হয়। প্রদর্শনী চলাকালে বাংলা একাডেমি থেকে টিএসসির দিকে আসার সড়কে রাত ৯টার দিকে হঠাৎ জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যাসিবাদী আমলের গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়েছে। ছবি: আমাদের সময়
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, ‘আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল এখানে এসে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তবে এই ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত জানা যায় যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘ধারনা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।’
আমাদের সময়/আরডি