অবৈধভাবে দেশে ফেরার পথে বাংলাদেশি যুবক আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তন্ময় চন্দ্র (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে চেকপোস্ট থেকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার মুশিদহাট গ্রামের বিমল চন্দ্রের ছেলে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা পৌনে ১২টার দিকে দহগ্রামের তিনবিঘা করিডোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তন্ময় চন্দ্রকে আটক করে বিজিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তন্ময় চন্দ্র জানান, তিনি ২০২৪ সালে পাসপোর্ট ও ভিসা ছাড়াই দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে আজ ভারতীয় মানবপাচারকারী মো. আলমগীরের সহায়তায় দেশে ফেরার চেষ্টা করলে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি সদস্যরা তন্ময়ের বড় ভাই সঞ্জয় কুমারের সঙ্গে যোগাযোগ করে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করেন। এ ঘটনায় আটক তন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
আমাদের সময়/এফএম